Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

New Post:

latest

আরবী কেন আন্তর্জাতিক ভাষা নয়?

 আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনি যদি একজন দুর্বল মুমিন হয়ে থাকেন? কিংবা ইসলাম সম্পর্কে সন্দেহ করে থাকেন? তাহলে আপনার মনে কখনো প্রশ...

 আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনি যদি একজন দুর্বল মুমিন হয়ে থাকেন? কিংবা ইসলাম সম্পর্কে সন্দেহ করে থাকেন? তাহলে আপনার মনে কখনো প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তায়ালা কেন আরবীকে আন্তর্জাতিক ভাষা বানালেন না। আল্লাহ তায়ালা কি খ্রিস্টানদের পক্ষে? কেন ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বানালেন। যদি কখনো প্রশ্ন আসে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন,

আল্লাহ তায়ালা কেন আরবী কে আন্তর্জাতিক ভাষা বানালেন না, ভবিষ্যতে কখনো আরবী ভাষা, আন্তর্জাতিক ভাষা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা।


দর্শক মন্ডলি আল্লাহ তায়ালা কেন আরবী ভাষাকে আন্তর্জাতিক ভাষা বানালেন না, এটা জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে, একজন মুসলিম এর জন্য আরবী জানা কতটুকু গুরুত্বপূর্ণ। 

আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আরবী না জানেন, তাহলে আপনি পবিত্র কুরআন পড়ার সময় এর অর্থ বুঝতে পারবেন না। নামাজে আপনি কখনো মনযোগ দিতে পারবেন না। কারণ নামাজে মনযোগের জন্য সর্বপ্রথম আরবী জানতে হবে। 

এখন এই দুইটি বিষয় কতটুকু জরুরি। আপনি যদি নামাজে মনোযোগী না হন। কিন্তু মন থেকে চেষ্টা করছেন মনযোগ দেওয়ার জন্য। আরবী না জানার কারনে পারছেন না। তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। অন্য দিকে কুরআন তেলাওয়াতের বেলাও একই বিষয়। মানে আপনি আরবী জানলে অল্প সময়ে অধিক সওয়াব অর্জন করতে পারবেন।

তার মানে একজন প্রকৃত ঈমানদারের জন্য আরবী জানা খুবই গুরুত্বপূর্ণ। 

এখন আসা যাক আরবি কেন আন্তর্জাতিক ভাষা নয়, এই প্রসঙ্গে।

আরবী ভাষা শিখার জন্য তা আন্তর্জাতিক ভাষা হওয়া কখনোই জরুরি নয়। তবে আন্তর্জাতিক হলে ২টি ভাষা শেখার চাপ কমে যায়। 

কিন্তু এখানে কথা হলো, আপনি অধিক চাপ না নিতে পারলে ২টি ভাষা কেন শিখবেন। আল্লাহ তায়ালা আপনাকে ইংরেজি শিখতে কখনো বলেনি। সেই চাপটা আপনি নিজেই নিয়ে নিচ্ছেন। আপনি দুনিয়ার জন্য ইংরেজি শিখতে পারছেন , কিন্তু আখিরাতের জন্য আরবী শিখতে পারছেন না। মূলত এটা একটি পরীক্ষা। আল্লাহ তায়ালা আপনাকে পরিক্ষা করছেন। আপনি কতটুকু দুনিয়ার জন্য আর কতটুকু পরকালের জন্য কাজ করছেন। আমি এখানে বলছিনা যে ইংরেজি শিখা যাবে না। কিন্তু আপনাকে প্রথমে আরবীর প্রতি গুরুত্ব দিতে হবে। এরপর সুযোগ পেলে ইংরেজি শিখবেন। 

বর্তমানে আল্লাহ তায়ালার পরীক্ষা সম্পর্কে তো জানা গেল, কিন্তু অদূর ভবিষ্যতে আরবী ভাষা আন্তর্জাতিক ভাষা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এই প্রশ্নের উত্তর , অবশ্যই আছে। আমার পূর্বের একটি ভিডিওতে ইংরেজি কিভাবে আন্তর্জাতিক ভাষা হলো, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা ঐ ভিডিও টি দেখে আসতে পারেন, নয়তো সামনে আমার অনেক কথাই আপনার ভুল মনে হতে পারে ।

আরবী কেন আন্তর্জাতিক ভাষা নয়?


 মূলত ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার পেছনে ২য় বিশ্বযুদ্ধ ছিল প্রধান কারণ। 

আর আপনি একজন মুসলিম হয়ে থাকলে ইউটিউব এ বিভিন্ন হুজুরদের মুখে ৩য় বিশ্বযুদ্ধের কথা শুনেছেন হয়তো। বিভিন্ন আলেমগণ ধারণা করেন ইমাম মাহদী আসার পর কিংবা আগ মুহূর্তে ৩য় বিশ্বযুদ্ধ হবে। আর সেখানে মুসলিমরা বিজয় লাভ করবে।যদি মুসলিমরা বিজয় অর্জন করে, তাহলে তখন সকল ক্ষমতা মুসলিমদের কাছে চলে আসবে‌। বর্তমানে যেমন আমেরিকার মাধ্যমে বিশ্ব পরিচালিত হয়, তেমনি তখন সৌদি আরবের মাধ্যমে কিংবা কোন মুসলিম দেশের মাধ্যমে বিশ্ব পরিচালিত হবে। আর সৌদির ভাষা অনুযায়ী সমগ্র বিশ্বে আরবী ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে ব্যবহার করা হবে। যেহেতু এরকম বড় যুদ্ধে যারা জয়ী হয়। তাদের সংস্কৃতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই তখন মানুষ জন সৌদির পোশাক ও ভাষা কে আধুনিক মনে করবে।

অনেকের কাছে বিষয়টি আশ্যার্য মনে হতে পারে, বর্তমানে সবাই ইংরেজি ভাষা জানে, সবাই শিখছে, এত সহজে কিভাবে পরিবর্তন হবে। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন, তাহলে জানবেন, ইংরেজির পূর্বে ল্যাটিন ভাষা আন্তর্জাতিক ভাষা ছিল ১৩০০ বছর ধরে। আর ইংরেজির তো শুরু মাত্র। এত বছর ধরে চলে আসা আন্তর্জাতিক ভাষা যদি পরিবর্তন হতে পারে, তাহলে এই নতুন আন্তর্জাতিক ভাষাকে পাল্টাতে কতক্ষণ।

আশা করি বিষয় গুলো বুঝতে পেরেছেন

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক ভাবে বুঝার ও জানার তৌফিক দান করুন।

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ


কোন মন্তব্য নেই