Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

New Post:

latest

এই ৫ টি উপায়ে আপনি নিজেও হারাম ইনকাম করছেন

 একজন মুসলিম। যেনে না জেনে যতই গোনাহ করুক। সবসময় চেষ্টা করে তার উপার্জন টা যেন হালাল হয়। হালাল উপার্জন এর জন্য কত যায়গায় না ঘুরেছেন আপনি...

 একজন মুসলিম। যেনে না জেনে যতই গোনাহ করুক। সবসময় চেষ্টা করে তার উপার্জন টা যেন হালাল হয়। হালাল উপার্জন এর জন্য কত যায়গায় না ঘুরেছেন আপনি। কিন্তু আপনি কি জানেন ? এত চেষ্টা করার পরও আপনার ইনকামগুলি হারাম হচ্ছে। কিভাবে? জানতে হলে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন।

হারাম ইনকাম


১/বর্তমান সময়ে আপনি যেখানেই চাকরি করেন না কেন। চাকরির জন্য সার্টিফিকেট প্রয়োজন হয়। আপনার সার্টিফিকেট এর বয়স দেখে আপনার চাকরির মেয়াদ নির্ধাণ করা হয়। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই সার্টিফিকেটে বয়স কমানো থাকে। যার কারনে আপনি চাকরির মেয়াদও একটু বেশি পান। এই বয়স কমানোর কারনে আপনার চারকির অতিরিক্ত মেয়াদ এর ইনকাম গুলো হারাম হবে। মানে সরাজীবন হালাল ইনকাম করার পর শেষ বয়সে গিয়ে আপনি হারাম ইনকাম করবেন।
২/আমাদের মধ্যে যারা ব্যাবসা করে জীবন যাপন করছেন, তারা খুবই ভাগ্যবান। কারন সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে ব্যাবসা। কিন্তু এই শ্রেষ্ঠ উপার্জন কেও আমরা কখনো কখনো, হারাম বানিয়ে ফেলি। বিভিন্ন সময় ক্রেতার দাম জানা না থাকলে, বা্যবসায়ীরা দাম বেশি বলে লাভ করতে চান। অথচ ঐ একই জিনিষ আপনি অন্য জনের কাছে এর চেয়ে অনেক কম মূল্যে বিক্রি করেন। আবার অনেক মুদির দোকানে সিগারেট বিক্রি করতে দেখা যায়। মুদির দোকানের সকল পন্যই হালাল হয়ে থাকে। সেখানে মাত্র একটি হারাম পন্য বিক্রি করে, আপনি আপনার সমস্ত হালাল ইনকামকে, হারামের সাথে মিশিয়ে ফেলছেন।
৩/ বর্তমান সময়ে সরকারি চাকরি করতে চান না কে। সবারই একটা সপ্ন থাকে একটা সরকারি চাকরি করবো। কিন্তু সরকারি চাকরি করতে গিয়ে আপনি যদি ঘুস দেন। তাহলে আপনার সারা জীবনের ইনকাম হারাম হয়ে যাবে। অবৈধ এবং হারাম ইনকাম কে আপনি গ্রিনা করছেন, অথচ নিজেই হারাম সরকারী চাকরি খুঁজছেন।
৪/আমাদের মধ্যে যারা রিকশা চালক রয়েছে, তাদের অনেককেই ভারা জিগ্গেস করলে তারা ভারা বেশি বলে। ভাড়া বেশি বলার কারনে আপনার ঐ অতিরিক্ত টাকাটা হারাম হবে। কারন আপনি ঐ‌টাকাটা মিথ্যা বলে নিয়েছেন । তবে কিছু চালাক রিকসা চালক রয়েছে‌ যারা ভারা কম বললেও পরে একটু বেশি চেয়ে নেয়। বলে ৫ টাকা একটু বাড়িয়ে দিন। আপনারা এভাবেও নিতে পারেন। এটা হারাম নয়।

হারাম ইনকাম


৫/ খুবই অবাক করা বিষয় হচ্ছে, অনেক সময় আমরা ঈমানদার শিক্ষকদেরকেও দেখি হারাম ইনকাম করতে, পরিক্ষার হলে গার্ড দেওয়ার সময় অনেক শিক্ষক ছাত্রদের সাহায্য করেন, দেখাদেখি করার সুযোগ দেন। কিন্তু মেজিস্ট্রেট আসলে আবার গার্ড করা করে ফেলেন। ছাত্রদের আগেই এলার্ট করে ফেলেন, জানিয়ে দেন মেজিস্ট্রেট আসছে। সবাইকে দেখাদেখি বন্ধ করতে বলেন। মানে আপনি সরকারি ডিউটি না করে ছাত্রদের ডিউটি করছেন। অথচ এরজন্য সরকারের কাছ থেকে গার্ড এর টাকা ঠিকই নেই। সেখানে আপনার সম্পূর্ণ ইনকামই হারাম । কারন আপনি সরকারের কাছে টাকা নিয়েছেনপরীক্ষার হলে গার্ড দেওয়ার জন্য, কিন্তু আপনি ছাত্রদের গার্ড না দিয়ে মেজিস্ট্রেট কে গার্ড দিচ্ছেন।
দর্শক মন্ডলি শুধু এগুলিই নয়। হারাম উপায়ে আপনি যেভাবেই ইনকাম করুবেন সেটাই হারাম। আপনি কাজে ফাঁকিদেন, মিথ্যার আশ্রয় নেন, কিংবা যেকোন অসৎ উপায়ে ইনকাম করেন। সেটা সম্পূর্ণ হারাম।
আসা করি বিষয় গুলো বুঝতে পেরেছেন
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ

কোন মন্তব্য নেই